আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দুমড়ে মুচড়ে গেল গাড়ি, প্রাণে বাঁচলেন আফগান উইকেটরক্ষক

দুমড়ে মুচড়ে গেল গাড়ি, প্রাণে বাঁচলেন আফগান উইকেটরক্ষক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৩:০২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনা মহামারীর কারণে খেলা বন্ধ থাকায় অর্থনৈতিক মন্দায় ভুগছে আফগান ক্রিকেট বোর্ড। যে কারণে খেলা সংশ্লিষ্টদের বেতনও কাটা হয়েছে। এমন কঠিন সময়ে দুঃসংবাদ এলো আফগান শিবিরে। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দলের ২৬ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই। পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে তাকে বহন করা গাড়ি। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। মাথায় আঘাত পেয়েছেন। তা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দূর্ঘটনায় ধ্বংসস্তুপে পরিণত সেই গাড়ির ছবি ও আহত ক্রিকেটারে ছবি শনিবার টুইটারে পোস্ট করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাতীয় ক্রিকেটার, উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন। আল্লাহ আফসারের সহায় হন। তারাদ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনায় গাড়ির অনেক ক্ষতি হয়েছে। ’