আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দুর্বৃত্তদের হামলায় ২ রাবি শিক্ষার্থী আহত

দুর্বৃত্তদের হামলায় ২ রাবি শিক্ষার্থী আহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rusরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ জুন) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলাম।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ মারধরের ঘটনা ঘটেছে বলে আহতদের সহপাঠীরা ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠীরা ,জানান, ‘রিংকু ও সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশনের প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪/৫ জন অজ্ঞাত যুবক এসে সাইফুল ও রিংকুকে পেটাতে থাকে। তারা রড দিয়ে মাথা ও পিঠে আঘাত করে। এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হয় এবং সাইফুল হাতে আঘাত পান।

মারধর করেই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় একটি ল্যাপটপ ও দুটি ফোন নিয়ে যায়। আহতদের চিৎকারে ঘটনাস্থলের পাশেই অবস্থান করা রিংকু ও সাইফুলের সহপাঠীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহত সাইফুল ইসলাম বলেন, ‘কেনো কারণ ছাড়াই অতর্কিতভাবে আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হতে পারে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’