আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রণবীর দুশ্চিন্তা!

রণবীর দুশ্চিন্তা!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


downloadঅনলাইন বিনোদন ডেস্ক: প্যারিসে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। একে তো কাজের চাপ তার ওপর প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে মানসিক অশান্তি। সব মিলিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছে এই অভিনেতার।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি প্রকাশিত হয়েছে দীপিকা-হোমির একটি ছবি। এতে দেখা যায়- নির্মাতা ও প্রযোজক হোমি আদাজানিয়ার কোলে দীপিকা পাড়ুকোন। হোমি দীপিকাকে জাপটে ধরে আছেন। এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখে প্রেমিক হিসেবে রণবীর সিংয়ের মনের ঘরে ঝড় ওঠাটাই স্বাভাবিক। হয়েছেও তাই।

তবে হোমের সঙ্গে দীপিকার এমন ছবি এটাই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে এসেছে এমন স্থিরচিত্র। হোমির ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার নায়িকা ছিলেন দীপিকা। এ সিনেমায় কাজ করতে গিয়েই দীপিকা-হোমির ঘনিষ্ঠতা। এরপর থেকেই দুজনের যেখানেই দেখা হয় সেখানেই একে অপরকে জাপটে ধরেন। ranbir

এ ছাড়াও ‘কুইন’ সিনেমার প্রিমিয়ার শোতেও নাচের পোজে ছবি তুলে বিতর্কে জড়িয়েছিলেন হোমি-দীপিকা। শুধু তাই নয়, এই সিনেমার প্রচারণার মঞ্চেও দীপিকার উন্মুক্ত থাইয়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে তামাশায় মেতেছিলেন হোমি। এই তো কিছু দিন আগে হোমি এক অনুষ্ঠানে দীপিকার গালে দীর্ঘ চুম্বন দিয়ে বেশ বড় রকমের কানকথার জন্ম দিয়েছিলেন। সুতরাং তাকে নিয়ে যে স্বস্তিতে নেই রণবীর তা স্পষ্ট। আর এ কারণেই তার যত টেনশন।