আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দেওয়াগঞ্জে হাতির আক্রমণে নিহত ২

দেওয়াগঞ্জে হাতির আক্রমণে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Jamalpurজামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামে দুই দল বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-কুমারেরচর গ্রামের আবদুল লতিফ (৫০) ও পাথরেরচর গ্রামের জহুরুল হক (৫৫)।

উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ফজলে রাব্বী জুয়েল জানান, মঙ্গলবার (৭ জুন) রাতে বন্য হাতির দু’টি পাল পাহাড়ি জঙ্গল থেকে মাখনেরচর, কুমারেরচর ও পাথরেরচর গ্রামে নেমে এসে তাণ্ডব চালাচ্ছে। হাতির পাল এরই মধ্যে পাশাপাশি এ তিন গ্রামের প্রায় দুই হেক্টর জমির পাট নষ্ট করেছে।

বুধবার স্থানীয়দের সঙ্গে আবদুল লতিফ ও জহুরুল হাতি তাড়াতে যান। এসময় হাতির ধাওয়া খেয়ে বাকিরা পালাতে পারলেও ওই দুইজন মাটিতে পড়ে যান। একপর্যায়ে হাতির পাল তাদের ওপর আক্রমণ চালায়।

এতে ঘটনাস্থলেই জহুরুল ও হাসপাতালে নেওয়ার পথে আবদুল লতিফ মারা যান।

বুধবার বিকেল সাড়ে ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বন্য হাতির দু’টি পালের প্রায় ১৫০টি হাতি ওই তিন গ্রামে অবস্থান করছিল। সাধারণত হাতি রাত ১১টার দিকে সমতলে নেমে এসে ভোরের দিকেই চলে যায়।

কিন্তু এবার হাতিগুলো দিনের বেলায়ও গ্রামে অবস্থান করছে। ফলে আতঙ্কে রয়েছে এ তিন গ্রামের কয়েক হাজার মানুষ।

এদিকে, হাতি তাড়াতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এ দুই গ্রামের মানুষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলেও জানা গেছে।