আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ভোরে ২৩ সদস্যের স্কোয়াড নিয়ে দেশে ফিরেছে জেমি ডে শিষ্যরা।
কাতারের রাজধানি দোহাতে ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
৮ ম্যাচের ছয়টিতেই হারের লজ্জা পেয়েছে জেমি ডের দল। ড্র করেছে দুটি ম্যাচ। যার একটি ভারত আর অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। ফলে ‘ই’ গ্রুপে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলে ৫ দলের মধ্যে তলানিতে বাংলাদেশ।