আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে পার্বতীপুরের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় একই পরিবারের চারজন নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া ছিলেন। জানা গেছে, শনিবার দিনভর এবং রাতেও মুষলধারে বৃষ্টি হয়। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।