আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব দোনেৎস্কে ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৯

দোনেৎস্কে ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৯


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৩ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : অধিকৃত দোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।  শুক্রবার স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। ডিপিআরের সমন্বয় কেন্দ্র বলেছে, ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলায় শহরের মধ্যে ছয় নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সি একটি মেয়েও রয়েছে। সিএনএন নিহতের খবর নিশ্চিত করতে পারেনি। তবে বেসরকারি টেলিগ্রামে শহরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষতির ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। সমন্বয় কেন্দ্র বলেছে, বেশিরভাগ স্ট্রাইক ইউক্রেনের আর্টিলারি দ্বারা হয়েছিল ১৫৫ মিমি শেল ব্যবহার করে কেন্দ্রীয় পেট্রোভস্কি জেলাকে লক্ষ্য করে। তবে এটি দাবি করেছে যে, একাধিক রকেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে শুক্রবার ইউক্রেন বলেছে, রুশ হামলায় উমানের কেন্দ্রীয় শহরে ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।