আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ দৌলতদিয়ায় জেলের জালে ১৩ কেজি ওজনের ২ পাঙাশ: দাম ১৮৯০০ টাকা

দৌলতদিয়ায় জেলের জালে ১৩ কেজি ওজনের ২ পাঙাশ: দাম ১৮৯০০ টাকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২১ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ দুটি ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে আসেন জেলে নিমাই হালদার। তার জালেই মাছ দুটি ধরা পড়ে।
জেলে নিমাই হালদার বলেন, গত রোববার দুপুর ১২টার দিকে চারজন মিলে পদ্মা হয়ে ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া এলাকায় মাছ শিকারে যাই। মাছের আশায় সারারাত সবাই জাল ফেলে সেখানে বসে থাকি। কিন্তু মাছের কোনো দেখা মেলে না। সোমবার ভোরের দিকে জালে জোরে একটা টান পড়ে; তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ ধরে চারজন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙাশ। প্রায় দুই মাস পর বড় ধরনের কোনো মাছ জালে ধরা পড়ল বলে জানান তিনি। পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে গেলে ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজিদরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি ১৪০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নিই। এখন মাছটি দুটি ১৫০০ টাকা কেজিদরে ঢাকায় বিক্রি করব বলে ঢাকায় যোগাযোগ করছি বলে জানান তিনি। এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে বলে জানান এ কর্মকর্তা।