আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দ্বন্দ্বে জড়ালেন কলকাতার দুই নির্মাতা

দ্বন্দ্বে জড়ালেন কলকাতার দুই নির্মাতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০২২ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   শুভশ্রী গাঙ্গুলি ও রাফিয়াত রশিদ মিথিলা এই দুজনই বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। তাদের মধ্যে আরেকটি মিল হলো, দু’জনই বিয়ে করেছেন নির্মাতাকে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গে নির্মাতা সৃজিত ও রাজ দু’জনেরই সিনেমা মুক্তি পেয়েছে। সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমা ‘এক্স=প্রেম’। অন্যদিকে রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’।আর সেই সিনেমাকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ালেন নির্মাতাদ্বয়।

এর মধ্যে রাজের সিনেমাটি প্রদর্শিত হচ্ছে নন্দনে। যেটা পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। একই প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের জন্য আবেদন করেছিলেন সৃজিতও। কিন্তু তার আবেদন গৃহীত হয়নি।

এ কারণেই ক্ষেপেছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা। লিখেছেন, ‘একই দিনে মুক্তি পাচ্ছে দু’টি সিনেমা। দু’জনেই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র এক জন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত এবং ন্যায়সম্মতভাবে হয় দু’টি সিনেমাই ছাড়পত্র পাওয়ার কথা, নয়তো কেউ পাবে না। এটা কেন হলো? কারণ, যদিও সব সিনেমাই সমান, তবু কিছু সিনেমা অন্যদের তুলনায় বেশিই সমান। সৃজিতের স্পষ্ট ইঙ্গিত রাজের রাজনৈতিক অবস্থানের দিকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের বিধায়ক রাজ। এই সুবাদে তিনি প্রাধান্য পেয়েছেন, এমনটাই সৃজিতের ধারণা।