আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ৫:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ১৪৬ রান অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড পায় টাইগাররা। তবে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৩৭০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। নিজদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।
জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হাসান শান্ত। ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।
দুজনই তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত দুজনে ৬৪ বলে ৫৪ রানে অপরাজিত আছেন। আফগানদের পক্ষে একমাত্র উইকেট নেন আমির হামজা।