আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ধর্ষক থেকে পালাতে মৃত্যুর অভিনয় শিশুর

ধর্ষক থেকে পালাতে মৃত্যুর অভিনয় শিশুর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Indiaঅনলাইন ডেস্ক : ভারতে দিল্লির কিরারিতে ৮ বছর বয়সী এক শিশু তার ধর্ষণকারীর হাত থেকে প্রাণে বাঁচতে মৃত্যুর অভিনয় করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ঘটনাটি ঘটে শনিবার। শিশুটি দৌড়ে পালিয়ে এসে তার বেঁচে যাওয়ার কথা বাবা-মা’কে জানায়।
শিশুটির বাবা বলেন, ‘সে আমাদের যা বলেছে, খুব সম্ভবত রাত দেড়টার দিকে লোকটি তাকে ধরে নিয়ে যায়। তখন সে বাড়ির বাইরে ঘুমিয়েছিল। যখন সে বুঝতে পারল সে একজন অপরিচিতর সঙ্গে অচেনা জায়গাতে আছে। সে ভয়ে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরে লোকটি।’
তিনি বলেন, লোকটি তাকে একটি খালি স্থানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি ভয় পেয়েছিল লোকটি হয়তো তাকে হত্যা করবে। তাই সে মরে যাওয়ার ভান করে। ফলে ধর্ষক ভয় পেয়ে শিশুটিকে চিমটি কাটে। কিন্তু তাতেও সে নড়ে না। যখনই ধর্ষক তাকে ফেলে চলে যেতে যাওয়ার প্রস্তুতি নেয়। মেয়েটি উঠে দৌড়াতে শুরু করে। মেয়েটির পেছনে ধর্ষকও দৌড়াতে শুরু করলে রাস্তায় পিছলে পড়ে যায় লোকটি।
পুলিশ ধর্ষণকারীকে বুধবার (১ জুন) গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তারা অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।