আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন হচ্ছে

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন হচ্ছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২০ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) ২০০০-এর খসড়া আজ সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রস্তাবিত সংশোধনীর খসড়া অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকও এর আগে সাংবাদিকদের জানান, সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনের সংশোধনীর প্রস্তাবিত খসড়ায় কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন ছিল। এখন তা বাড়িয়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে।