আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ধামরাই পৌরসভার ৭টি সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

ধামরাই পৌরসভার ৭টি সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২০ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭টি সড়কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পৌরসভার মেয়র গোলাম কবিরের আয়োজনে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র গোলাম কবির জানান, পরিকল্পিত, পরিষ্কার, পরিছন্ন শহর গড়তে ও আধুনিক নাগরিক সুবিধা দিতে ধামরাই পৌরসভায় উন্নয়ন কাজ চলছে। প্রতিটি সড়কে স্ট্রিট লাইট, কার্পেটিং, আরসিসি ইউ ড্রেনসহ টিকসই কাজ হচ্ছে। এসব উন্নয়নমূলক কাজের ফলে পৌরসভায় কোন দুর্ভোগ নেই। এসময় তিনি চলমান করোনাভাইরাসের থাবা থেকে পৌরবাসীকে রক্ষা পেতে সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ জানান।