আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২০ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করার জন্য কারখানার সামনে জড়ো হয়েছেন। আগুন লাগার কারণে শ্রমিকদের একদিনের জন্য ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার হুমায়ূন কবির জানান,  কারখানার সাততলা ভবনের পাঁচতলার কাটিং সেকশনে আগুন লাগে। সেখানে নিট ফেব্রিক্স, কাটিং টেবিল, সুইং মেশিন, ইলেকট্রিকওয়ার পুড়ে গেছে। ভবনের পলেস্তারা খসে পড়েছে। ভবনটি আপাতত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা সদর দপ্তরের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান,  একটি কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।