আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে দৈনিক আক্রান্ত বাড়ল ৪৫ শতাংশ, একদিনে আক্রান্ত ১৭ হাজার

ভারতে দৈনিক আক্রান্ত বাড়ল ৪৫ শতাংশ, একদিনে আক্রান্ত ১৭ হাজার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২২ , ১২:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৩ জনের শরীরে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শনিবারের সংক্রমণের সঙ্গে তুলনা করলে রবিবার ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, রবিবার ভারতে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। রবিবার পর্যন্ত ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৮৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
রাজ্যভিত্তিক করোনা সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র। রবিবারই সে রাজ্যে ৬,৪৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানার মতো রাজ্যেও সংক্রমণের হার বেশি।
এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ওপর জোর বাড়াচ্ছে প্রশাসন। রবিবার ভারতে ৩,০৩,৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ১৯৭.১১ কোটি টিকাকরণ হয়েছে ভারতে।