আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ধোনি-কোহলিদের কোচ নির্বাচন ২৪ জুন

ধোনি-কোহলিদের কোচ নির্বাচন ২৪ জুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৭:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


8কাগজ অনলাইন ডেস্ক: আগামী ২৪ জুন ঘোষণা হতে পারে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের কোচের নাম। ওই দিন ধর্মশালায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যকরী কমিটির সভায় হয়ে যেতে পারে এই সিদ্ধান্ত। বিসিসিআই সূত্র জানাচ্ছে, সেদিনই জানা যাবে ধোনি-কোহলিদের কোচের নাম। তারপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া।

কয়েকদিন আগে বিসিসিআই কোচ চেয়ে তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। যেখানে ৫৭ জন আবেদন করেন। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, হিন্দি জানাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখান থেকে অনুমান করা যায়, ভারতের কোচ বিদেশী নয় সেদেশেরই কেউ হতে যাচ্ছেন।

রবি শাস্ত্রি-ভেঙ্কটশ প্রসাদ থেকে সন্দ্বীপ পাতিল-বালবিন্দর সান্ধুরা আবেদন করেছেন। বিদেশীদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। তবে কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন শাস্ত্রী। ২০১৪ সাল থেকে তিনি টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর কোচ ডানকান ফ্লেচারের প্রস্থানের পর থেকে শাস্ত্রী কোচ কাম ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছেন। তাতে সফলও হয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে যায়।

যে কয়েকজন ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী মনে করা হচ্ছে শাস্ত্রীকে। এখন দেখাই যাক, ২৪ জুন অনুরাগ ঠাকুরের বোর্ড ধোনি-বিরাটদের কোচ হিসেবে কাকে বেছে নেন।