আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নওগাঁয় নৌকাডুবি: বড় ভাইয়ের লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছোট ভাই

নওগাঁয় নৌকাডুবি: বড় ভাইয়ের লাশ উদ্ধার হলেও নিখোঁজ ছোট ভাই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২০ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


নওগাঁ (মান্দা) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় নৌকাডুবিতে আবদুল মজিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার ছোট ভাই রইচ উদ্দিন (৫০)। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চককসবা বিলে এ ঘটনা ঘটে।

রাতে নিহত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপরজনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

নিহতরা হলেন, উপজেলার চকদেবিরাম গ্রামের মৃত শরফতুল্লার ছেলে আবদুল মজিদ ও তার ছোট ভাই রইচ উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুরে একটি বিলে নৌকাবাইচ খেলার আয়োজন করা হয়।

সেখানে মান্দা চকদেবিরাম গ্রাম থেকে একটি শ্যালোমেশিনের ডিঙি নৌকা নিয়ে আবদুর রশিদ, আবদুল মজিদ, রইচ উদ্দিন, অন্তর, ভুদু মিয়া ও আবদুল মান্নান খেলা দেখার জন্য যাচ্ছিলেন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বাতাসের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই ভাই ডুবে নিখোঁজ হয়। পরে আবদুল মজিদের মরদেহ ভেসে ওঠে।

এছাড়া তার ছোট ভাই রইচ উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রইচ উদ্দিনের মরদেহ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে।

মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আরেকজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।