আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নতুন কিছু ভাবছেন নাদিয়া নুপুর রোজ

নতুন কিছু ভাবছেন নাদিয়া নুপুর রোজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২২ , ১০:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : নাদিয়া নুপুর রোজ। সবখানেই পারদর্শী। নাচতে পারেন। গাইতে পারেন। হাটতে পারেন র‌্যাম্পে। আবৃতি করতে পারেন কবিতাও। তবে শুরু থেকে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও বর্তমানে গান নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এর মধ্যে ‘ভালোবাসার প্রেম পিড়িতি’, ‘মাটির ময়না’, ‘আমার অন্তরে অনন্ত ব্যথা’সহ কয়েকটি গান প্রকাশ হয়েছে তার কন্ঠে। আরো কিছু নতুন গানের কাজ চলছে। যা শীগ্রই বাজারে আসবে। এমনটাই জানালেন রোজ।

বললেন, ছোট থেকে শোবিজের প্রতি একটা দূর্বলতা ছিল। প্রথমে আমি ফটোস্যুট এবং র‌্যাম্পে কাজ করেছি। এখনো ফটোস্যুটের কাজগুলো করা হয়। অনেকগুলো ফ্যাশন হাউসের ড্রেসের মডেলও হয়েছি। তবে গানটা আমার আলাদা একটা টান। এর মধ্যে কয়েটি গান প্রকাশ হয়েছে। আরো কিছু নতুন গান আসছে। তবে আমার চেষ্টা আছে সামনের কাজগুলো আরো ভালো করার। আশা করছি; সামনে আরো ভালো ভালো কাজ আসবে।