আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নতুন নাম পেল করোনার ভারতীয় ধরন

নতুন নাম পেল করোনার ভারতীয় ধরন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের ভারতীয় ধরনের দুটির নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে যে ধরনটি ভয়াবহভাবে ছড়িয়েছে সেটির নাম রাখা হয়েছে ‘ডেল্টা’। এই নামকরণ করা হয়েছে এটি গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণের নামানুসারে। অন্যদিকে বর্তমান ধরন আসার ঠিক আগে যে ধরনটি সংক্রমণ ছড়িয়েছিল সেটির নাম গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে ‘কাপ্পা’ রাখা হয়েছে। ২০২০ সালের অক্টোবরে ভারতে করোনাভাইরাসের দুই নতুন ধরনের খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার (৩১ মে) ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে।

নতুন এই নামকরণের পর বি.১.৬১৭.১ প্রজাতিকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে। এছাড়া গত সেপ্টেম্বরে ব্রিটেনে যে প্রজাতি পাওয়া যায়, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রজাতির নাম ‘বিটা’ এবং ব্রাজিলে যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে তার নাম রাখা হয়েছে ‘গামা’।