আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘নবাব: এল.এল.বি’ ছবির দেড় কোটি টাকায় পিপিই যাচ্ছে হাসপাতালে

‘নবাব: এল.এল.বি’ ছবির দেড় কোটি টাকায় পিপিই যাচ্ছে হাসপাতালে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২০ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : পিপিই বিতরণের সময়ে ছবি। কোলাজে মামুন ও শাকিবমার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘নবাব: এল.এল.বি’ চলচ্চিত্র। তা হয়নি। দেশজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় ‘সেলিব্রেটি প্রডাকশন’-এর ব্যানারে নির্মিতব্য এ ছবির কাজ। তবে থেমে নেই নির্মাতারা। প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমার বাজেট দেড় কোটি টাকায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের কাছে। পাশাপাশি আপৎকালীন সময়ের জন্য নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থাও করেছে। বিষয়টি নিশ্চিত করেন সেলিব্রেটি প্রোডাকশনের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। তিনি বললেন, সেলিব্রেটি প্রোডাকশন ‘নবাব: এল.এল.বি’ সিনেমার টাকা ব্যয় করছে করোনা মোকাবেলায়। পুরো টাকাটাই আমরা ধাপে ধাপে কাজে লাগাব। শুধু মানুষের মাঝে খাবার নয়, ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ২৫ হাজার পিপিই দিয়েছি। এই নির্মাতা আরও বলেন, ‘ছবিটির পেছনে অন্যতম এক প্রযোজক আছেন। যিনি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। তার উদ্যোগেই এই কার্যক্রম চলছে। আপাতত আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী ও আল বারাকাহতে পিপিই দিলাম। এছাড়াও বরিশাল পুলিশদেরকে এটা দেওয়া হয়েছে। জানান. প্রথম ধাপে ২০০ কার্টুনে এগুলো দেওয়া হয়েছে। আরও ৮০০টি প্যাকেট তৈরি আছে। সেগুলোও একইভাবে দেওয়া হবে। তাহলে কি ‘নবাব’ ছবির কাজ বাতিল, জানতে চাইলে মামুন বলেন, ‘ছবিটির অন্যতম যে প্রযোজক তিনি বরাবরই জনহিতকর এমন উদ্যোগ নিয়েছেন। সিনেমার টাকা করোনা মোকাবিলায় দেওয়া হলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রটির জন্য নতুন করে বাজেট করা হবে। আপাতত দেশ নির্মাণ ও রক্ষায় তিনি কাজ করতে চান।’ চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে আছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটির কাজ আবারও শুরু হবে।