আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


downlনরসিংদী:  নরসিংদী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পাঁচদোনা এলাকায় পাঁচদোনা-টঙ্গী সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনায় তারা নিহত হন।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নাম রুহুল আমিন। তিনি মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আহাদ খানের ছেলে। নিহত অপরজনের আনুমানিক বয়স ৫৫ বছর।
এ ঘটনায় আহত হয়েছেন রুবেল মিয়া (২৬) নামে এক যুবক।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে মৃত অবস্থায় দুজনকে আনা হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।