আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২১ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৬ সৈন্য নিহত ও ছয় জন আহত হয়েছেন। রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শনিবার বিকালে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয়। কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার না হলেও এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য আছে।

২০১৮ সালে প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে তাদের তৎপরতা বিস্তৃত করার পর থেকে এই গোষ্ঠীগুলোর হামলায় নাইজারের কয়েকশত সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন। বর্তমানে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর বিশাল এলাকা গোষ্ঠী দুটির নিয়ন্ত্রণে রয়েছে।