আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড নাইজারে বোকো হারামের সঙ্গে সংঘর্ষে ৩২ সেনা নিহত

নাইজারে বোকো হারামের সঙ্গে সংঘর্ষে ৩২ সেনা নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


nigerঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: নাইজার সীমান্তে বোকো হারাম যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩২ সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সেনাবাহিনী বলছে নাইজেরিয়া সীমান্তের উত্তরাঞ্চলীয় বোর্নো প্রদেশের কাছে বোকো হারামের ১৯ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। সেসময় দুই সেনা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে ৩০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬৭ জন।

শত্রুরা তাদের দলের নিহত ও আহত সদস্যদের সরিয়ে নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।