আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত ইমামের মৃত্যু

নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত ইমামের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২১ , ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লাকসাম প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে নামাজ শেষে মোনাজাতরত অবস্থায় ইমামের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ (৪০)।
বৃহস্পতিবার উপজেলার কুরকুটা খাঁনপাড়া মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে।
মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজী শরীফ উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা দক্ষিণপাড়া মিয়াজি বাড়ির ক্বারী আবদুর রশিদ মিয়াজির ছেলে। তিনি দায়েমছাতি তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি শিক্ষক ও কুরকাটা খাঁনপাড়া বায়তুল ফালাহ মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা হেদায়েত উল্লাহ মিয়াজি শরীফ মুসল্লিদের নিয়ে তার ইমামতিতে ফজরের নামাজ শেষে দোয়া পড়ছিলেন। এসময় আকস্মিক মৃত্যু হয় তার। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।