নাটকের শুটিংয়ে নেপালে একঝাঁক তারকা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন ডেস্ক: আগামী ঈদ উপলক্ষে নির্মিত সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে নেপালে গেলেন একঝাঁক জনপ্রিয় তারকা। গতকাল সকাল সাড়ে ১১টার ফ্লাইটে তারা নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এতে অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তারিন, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, জ্যোতিকা জোতি, নাজিরা মৌ, কল্যাণ কোরাইয়া, শামীমা তুষ্টি, তানভীর ও নেহা।
নাটকটির নাম ‘তোমার চোখে দু’চোখ রেখে’। এটি পরিচালনা করছেন বি ইউ শুভ। তিনি জানান, আসছে ঈদে এটিএন বাংলায় সাতদিন সাত পর্ব প্রচার হবে। আজ বুধবার থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হচ্ছে। শুটিং শেষে পুরো ইউনিট ঢাকায় ফিরবে আগামী ৬ জুন।
এদিকে, গেল বছরের ২৫ এপ্রিল নেপালে হয়েছিল ভূমিকম্প। ওই সময় বাংলাদেশের কয়েক তারকা সেখানে একটি নাটকের শুটিং করছিলেন। ভয়াবহ ওই অভিজ্ঞতার পর নেপালে নাটক কিংবা টেলিছবির শুটিং করা প্রায় ছেড়েই দিয়েছিলেন বাংলাদেশি নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তারপর এই প্রথম কোন নাটকের শুটিংয়ে আবারো নেপাল গেল নির্মাতা-অভিনয় শিল্পীরা।