আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি নাটোরে বিএনপির ৩ প্রার্থীর ভোট বর্জন

নাটোরে বিএনপির ৩ প্রার্থীর ভোট বর্জন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


natoreনাটোর: প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, ভোট কারচুপি ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন নাটোরে বিএনপির তিন চেয়ারম্যান প্রার্থী।

শনিবার (০৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।

এরা হলেন, বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউপির গোলাম রাব্বানী ও বাগাতিপাড়া সদর ইউপির আলী হায়দার রশিদ এবং গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউপির মনিরুজ্জামান হেনা।

বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসার শেখ আব্দুর রশিদ ও গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, বিএনপির ভোট বর্জনের বিষয়টি তাদের জানা নেই। নির্বাচনে কারচুপি বা অনিয়মের বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।