আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছে মানুষ

নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছে মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৫:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  সাধারণ ছুটি ঘোষণার কয়েকদিন যেতে না যেতেই রাজধানীর ঘর থেকে বেড়িয়ে যাচ্ছে মানুষ। কারণ জানতে চাইলে দিচ্ছেন নানা অজুহাত। যে কারণে তৈরি হচ্ছে শঙ্কা। অপ্রয়োজনীয় বের হওয়া ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সাধারণ ছুটির কয়েকদিন যেতে না যেতেই রাজধানীর সড়কে ততোই ঘন হচ্ছে মানুষের আনাগোনা। এ কারণে রাজধানীর রাস্তায় কঠোর হতে দেখা যায় পুলিশ সদস্যদের। গুরুত্বপূর্ণ মোড় গুলোতে চেকপোস্ট বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সদস্য গোলাম রাব্বানী বলেন, মানুষ সচেতন হচ্ছে আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যাচ্ছে। অনেকে নানা অজুহাত দিচ্ছেন। এদিকে ঢাকায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ও জীবাণুনাশক স্প্রে করে সংক্রমণ ঝুঁকি কমানোসহ সচেতন করতে কাজ করছেন সেনাসদস্যরা। মেজর শিশির মাহমুদ তালুকদার বলেন, আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। নগরে রয়েছে সেনাবাহিনীর ৫টি টিম।