আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নাম ভূমিকায় আবুল হায়াত

নাম ভূমিকায় আবুল হায়াত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২১ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  করোনা মহামারীতে কাজ কমিয়ে দিয়ে গৃহবন্দী ছিলেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হওয়া অভিনেতা, নির্মাতা ও নাট্যকার আবুল হায়াত। এখন আবারও সক্রিয় হয়েছেন। মাঝে মধ্যেই অভিনয় করছেন। এরমধ্যে নিজে পরিচালনাও করেছেন। কিছুদিন আগেই মুক্তিযুদ্ধের গল্পের একটি নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত। নাটকের নাম ‘সালাম কমাণ্ডার’। মাসুম রেজার রচনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

নাটকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, আমাদের দৃষ্টির অগোচরে এখনো অনেক সালাম কমান্ডার আছেন। আমাদের উচিত তাদের সামনে নিয়ে আসা। এটাই এই নাটকের গল্পের মূল বিষয়। আজ ১৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।

আবুল হায়াত এরই মধ্যে শেষ করেছেন আরও একটি নাটক, নাম ‘আমি কান পেতে রই’। এ নাটকের রচয়িতা তিনি নিজেই। আগামী ২৪ ডিসেম্বর নাটকটি চ্যানেল আইতে প্রচার হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এরই মধ্যে অরুনা বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানে ‘অসম্ভব’ সিনেমার কাজ শেষ করেছেন আবুল হায়াত। এই সিনেমাতেও কাজ করে তিনি ভীষণ তৃপ্ত।