আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ নারীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ , ১:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই নারীর নাম আলেয়া বেগম (৪০)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আলেয়া বেগমের মৃত্যু হয়েছে। অন্যরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মৃত নারীর লাশ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।’ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এদিকে বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনেরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। গত ২৩ এপ্রিল ভোরে শহরের পশ্চিম তল্লা এলাকার তিনতলা ভবনের ফ্ল্যাটবাড়িতে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ ৭জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়।