আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নারায়ণগঞ্জে ২২শ’ ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জে ২২শ’ ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


narayanganjনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে এমভি রাজধানী ও এমভি টিপু লঞ্চ থেকে প্রায় ২২শ’ ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পাগলা কোস্ট গার্ডের সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৩৬ হাজার টাকা।

সোমবার (৬ জুন) দুপুরে ১২ টার দিকে জব্দ করা পলিথিন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারবদ্ধ।