আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নার্ভাস আলিয়া

নার্ভাস আলিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২১ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : এরইমধ্যে শুরু হয়েছে আলিয়া ভাট প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’-এর শুটিং। আলিয়ার সঙ্গে ছবিটি সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা। প্রথম দিনের শুট শুরুর আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলিয়া। লিখেছেন, ‘আমার প্রথম পরিচয় বরাবরই অভিনেতা থাকবে। এ ক্ষেত্রে নার্ভাস অভিনেতা।’ যে কোনও ছবির শুটিং শুরুর আগে আলিয়া বেশ ভয়ে ভয়ে থাকেন। তার ভাষ্য, ‘শুটিং শুরুর আগের রাতে একটা অস্বস্তি থাকে। মনে হয়, সারা রাত ধরে সব লাইন গুলিয়ে যাচ্ছে। পরের দিন পনেরো মিনিট আগেই ফ্লোরে পৌঁছে যাই, যাতে দেরি না হয়ে যায়।’

এই ছবির ক্ষেত্রে অস্বস্তি অনেকটা বেশি, কারণ নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। ছবিতে তার সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ। সহ-অভিনেতাদের মান রেখে কাজ করার  জন্য শুভেচ্ছা চেয়েছেন অনুরাগীদের কাছে। তার এই টুইটে মন্তব্য করেছেন শাহরুখ খান। লিখেছেন, ‘তোমার পরবর্তী হোম প্রোডাকশনেও আমাকে নিয়ো। আমি ঠিক সময়ে সেটে চলে যাব এবং পেশাদারের মতো কাজ করব। প্রমিস! আলিয়া আবার উত্তর দিয়েছেন, ‘চুক্তি সাইন হয়ে গেল। এর চেয়ে বেশি কী আর চাইবো!’