আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি নার্সদের আন্দোলনে লাশ ফেলার চক্রান্ত ছিল : নাসিম

নার্সদের আন্দোলনে লাশ ফেলার চক্রান্ত ছিল : নাসিম


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


nasimকাগজ অনলাইন প্রতিবেদক:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ষড়ন্ত্রকারীরা নার্সদের দিয়ে আন্দোলন করিয়ে সরকারের একজন মন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে লাশ ফেলার চক্রান্ত করছিল।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এগিয়ে যাচ্ছে। জাপানে অনুষ্ঠিত জি-৭ অনুষ্ঠানেও বিশ্বনেতারা শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন। কিন্তু বাংলাদেশে চক্রান্ত বন্ধ হয়নি। কারণ নার্সদের আন্দোলনকে কেন্দ্র করে কী ঘটেছিল, কারা লাশ চেয়েছিল, সেটা সবাই জানে।

তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিতে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পান, তাদের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হয়। কিন্তু ওরা (আন্দোলনরত নার্সরা) কোনো যুক্তি মানবে না, কোনো কথা শুনবে না। ওটা আমার ব্যক্তিগত বাড়ি। সরকারি বাড়িও না। কেন তারা সেখানে যাবে? তাদের উদ্দেশ্যটা কী? তারা একবার নয়, দুইবার যায় ঘেরাওয়ের নামে।’

জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন দাবিতে বেকার নার্সরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর ধানমন্ডির বাসা ঘেরাও করে। এ সময় পুলিশ তাদের উপর চড়াও হলে কয়েকজন নার্স আহত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নার্সদের আন্দোলন বিষয়ে বলেন, ‘ধানমন্ডির এক বাসায় ড্যাবের (বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন) একজন নেতা, একজন এনজিও প্রতিনিধি এবং বিদেশি একটি গবেষণা সংস্থার একজন কর্মকর্তা বৈঠক করেছিলেন। অর্থের বিনিময়ে আন্দোলন করানো হয়েছিল। বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।’

নার্সদের আন্দোলনকে কেন্দ্র করে বৈঠক করা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আন্দোলনের নামে অর্ধেক নার্সই ছিল ভাড়াটিয়া দাবি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘ওই ষড়যন্ত্রকারীরা বৈঠক করে নার্সদের বলেছে- তোমরা এগিয়ে যাও। কারণ যখন তারা টার্গেট কিলিং করে কিছু করতে পারে নাই। এখন শুধু সরকারের একজন মন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে লাশ ফেলাও। তারপর দেখ। আন্দোলন কোন দিকে যায়। এটা ছিল তাদের পরিকল্পনা। কিন্তু আমি এটা হতে দেইনি।’

তিনি বলেন, ‘এমনকি এরা হেফাজতের আন্দোলনের মতো গুজব ছড়িয়ে ছিল। কয়েকজন নার্সের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব গুজব শুনে অনেক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে নার্সরা চলে যেতে শুরু করেছিল। এমনকি তারা পরেরদিন সরকারি হাসপাতালেও হরতাল দেওয়ার ষড়যন্ত্র করেছিল।’

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে নাসিম বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যত টার্গেট কিলিং হোক, ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনার সরকার এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।’

এ জন্য দলীয় নেতা-কমীদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। আর সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।