আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নাসিরনগরে রাস্তা নিয়ে বিরোধ : প্রাণ গেল ২ মাসের শিশুর

নাসিরনগরে রাস্তা নিয়ে বিরোধ : প্রাণ গেল ২ মাসের শিশুর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ব্রাহ্মণবাড়িয়ার (নাসিরনগর) সংবাদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের ঝগড়ার পর হামলায় নিহত হয়েছে দুই মাস বয়সী এক শিশু। সোমবার রাত ৯টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম ফারিয়া। সে গোকর্ণ ইউনিয়নের কবির মিয়ার মেয়ে। নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, বিয়ের পর থেকেই জ্যোৎস্না বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। কিছু দিন আগে তিনি বাড়ি করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি কেনেন। তার জমির পাশেই জমি কেনেন জসিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি।দুই জমির চলাচলের রাস্তা নিয়ে কবির মিয়া ও জসিম মিয়ার বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার বিকালে জসিম ও জ্যোৎস্নার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম ১০-১৫ জন লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে জ্যোৎস্নার ওপর হামলা করেন। এ সময় জ্যোৎস্না প্রাণ বাঁচাতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। জসিম লোকজন নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এই সময় জ্যোৎস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়ার মাথায় আঘাত লাগে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। সোমবার রাত ৯টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওসি (তদন্ত) আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি দল কাজ করছে।