আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নাসিরের দলে না থাকার কারণ জানালেন নান্নু

নাসিরের দলে না থাকার কারণ জানালেন নান্নু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৩ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট ও বল হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন নাসির হোসেন। তার অলরাউন্ড পারফরম্যান্স নজর কেড়েছিলো অনেকের। তাই অনেকেই মনে করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে নাসিরকে। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি নাসির হোসেনের।
কেনো নাসির দলে জায়গা পেলেন না তার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার (২ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নাসির সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’
অন্যদিকে বিপিএলে দারুণ পারফর্ম করে আবারো জাতীয় দলে ফিরেছেন ব্যাটার রনি তালুকদার। নান্নু জানান, শুধু পারফরম্যান্স নয়, রনির দলে ফেরাতে বড় ভূমিকা রেখেছে ফিটনেস। রনির দলে ফেরা প্রসঙ্গে নান্নু বলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’