আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিউজিল্যান্ডে মাঠের বাইরে রোমাঞ্চকর দিন তামিমদের

নিউজিল্যান্ডে মাঠের বাইরে রোমাঞ্চকর দিন তামিমদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২১ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : কুইন্সটাউনকে বলা হয় ‘দ্য অ্যাডভেঞ্জার ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশ দল এখন সেই কুইন্সল্যান্ডে। কুইন্সটাউনের স্বর্গীয় সুধা উপভোগ করার সুযোগটা হাতছাড়া করেনি বাংলাদেশ দল।
টানা দুদিন অনুশীলনের পর শনিবার ছিল ক্রিকেটারদের বিশ্রাম ও উপভোগের দিন। সারা দিন ঘুরে বেরিয়েছে পুরো দল। হৃদকম্পন তোলা বাঞ্জি জাম্প-জেট বোটিংয়ে কেটেছে ক্রিকেটারদের রোমাঞ্চকর একটি দিন। আজ থেকে আবারও অনুশীলনে নেমে পড়বেন তামিমরা। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে কুইন্সটাউনে যায় বাংলাদেশ দল। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করছেন। কন্ডিশনের সঙ্গে আরও বেশি মানিয়ে নিতেই দারুণ একটি মজার দিন পার করেছেন ক্রিকেটাররা। বাঞ্জি জাম্পের অভিজ্ঞতার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। লাফ দেওয়ার আগে কিছুটা ভয়ে ছিলেন তিনি। দেখা যায় একজন মহিলা নির্দেশিকা জাম্পের ব্যাপারে খুঁটিনাটি সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। পাহাড়ে ছোট স্টেশনের মতো একটি ঘর থেকে শরীরে নিরাপত্তা সরঞ্জাম লাগানোর পর কিছুটা সময় নিয়েছেন। বিশাল পাহাড়ের উপরের স্টেশন থেকে এরপর ঝাঁপিয়ে পড়েন তাসকিন। পাহাড় ঘেরা লেকের উপরে ভিন্ন এই অভিজ্ঞতা দারুণ উপভোগ করেছেন এই ডান-হাতি পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় শ্বাসরুদ্ধকর মুহূর্তটি। তার এক বন্ধু ফেসবুকে মন্তব্য করেছেন পেস বোলারদের মানসিক স্বাস্থ্যের জন্য এটি (বাঞ্জি জাম্প) দারুণ কার্যকর। তাসকিন তার উত্তরে জানান, ‘মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটা করা।’ ভিডিও পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘ভালো মুহূর্তগুলো ইচ্ছা করেই তৈরি করা উচিত। আপনার মন ও আত্মার জন্য সময় বের করুন। নিজেকে যখন বেশি ভালোবাসবেন তখন অন্যের জন্য আরও বেশি কাজ করতে পারবেন।’ তাসকিনের সঙ্গে বাঞ্জি জাম্পের সময় ছিলেন তামিম, আল-আমিনরাও। একইদিনে পানির মধ্যে গুলির বেগে ছুটে চলা জেট বোটিংও করেছেন সবাই। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। ফেসবুকে ছবি পোস্ট করে সৌম্য লেখেন, ‘সতীর্থদের সঙ্গে মজার একটি দিন। আমাকে বলতেই হবে কুইন্সটাউন খুব সুন্দর জায়গা।’
লিটন লেখেন, ‘কুইন্সটাউনে সুন্দর একটি দিন কাটাচ্ছি।’ কোয়ারেন্টিনে থেকে ক্রিকেটাররা হাঁফিয়ে উঠেছিলেন। এখন নিউজিল্যান্ডের আবহাওয়াও চমৎকার। পাহাড়াঘেঁষা মাঠে টানা দুদিন অনুশীলন করে স্বস্তি পেয়েছেন সবাই। বিশেষ করে উইকেট দেখে মুগ্ধ হয়েছেন ব্যাটসম্যান। স্পিন বোলারদের জন্য নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময়ই চ্যালেঞ্জিং।