আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিউজিল্যান্ডের মাটিতে দেশকে জেতাতে চান এবাদতরা

নিউজিল্যান্ডের মাটিতে দেশকে জেতাতে চান এবাদতরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২২ , ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ। দেশটির মাটিতে আগের নয় টেস্টের পাঁচটিতেই হেরেছে ইনিংস ব্যবধানে, বাকি চারটিও হেরে কখনোই জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে এবার সেই অধরা জয় ছিনিয়ে আনার উপলক্ষ পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের ঘরের মাঠে হারানোর সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে মুমিনুলদের। আগামীকাল তাই স্বাগতিকদের মাটিতে দেশকে জয় উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছেন পেসার এবাদত হোসেন।

মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টের চতুর্থদিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ১২ সেশনের মধ্যে নয় সেশনেই আধিপত্য ধরে রেখেছে টাইগাররা। দেশের বাইরে এমন দৃঢ়তা দেখানো রেকর্ড বাংলাদেশের খুব একটা বেশি নেই, আর নিউজিল্যান্ডের মাটিতে বলতে গেলে এবারই প্রথম। তাইতো এমন সুযোগ পেয়েও যেকোনো মূল্যে জয়ের জন্য লড়াই করতে চায় টাইগাররা।

চতুর্থ দিন বল হাতে চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে সফল হওয়া এবাদত বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের সতীর্থরা ও সাপোর্ট স্টাফরা সবাই সাহায্য করেছে। নিউজিল্যান্ডে আমাদের আগের ম্যাচগুলোতে এতো ভালো করতে পারিনি। এই দলটাই চাচ্ছে নতুন কিছু দিতে, নতুনভাবে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে।’

দেশের বাইরে বাংলাদেশের জয় বলতে শুধুমাত্র জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মাটিতে। এ ছাড়া অন্য কোনো দেশের বিপক্ষে জেতা হয়নি টাইগারদের। এবার তারুণ্যনির্ভর এই দলই সেই অর্জনের অংশ হওয়ার দায়িত্ব কাঁধে নিতে চায়। এবাদত বলেন, ‘কাউকে না কাউকে তো ভালো কিছু দিতেই হবে। এই দলের চেষ্টাই এটা যে, বিদেশের মাটিতে জেতা শুরু করা।’

নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান জানিয়ে তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে দুই কন্ডিশনেই আমি খেলেছি। দেশে আমাদের উইকেট একটু ব্যাটিং সহায়ক থাকে, ফ্লাট থাকে। সেখানেও আমরা চেষ্টা করছি কিভাবে উইকেট বের করা যায়। বিদেশের মাটিতে প্রথম দিন, প্রথম দুই ঘণ্টা সহায়ক থাকে। তারপর কিছুটা ফ্লাট হয়ে যায়। আমরা এখনো শিখছি কীভাবে দুই জায়গায় বল করা যায়। বল পুরোনো হলে কীভাবে রিভার্স করা যায়, আমরা এখনো শিখছি। আমরা চেষ্টা করব আগামীকাল যেন দেশকে জিতিয়ে আসতে পারি।’