আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড নিকারাগুয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

নিকারাগুয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Earthquakeঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের মধ্যবর্তী আফ্রিকার দেশ নিকারাগুয়া। রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পটি দেশটির উপকূলে আঘাত হেনেছে।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সর্তকতা।

স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) ৩টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের তীব্রতা পাশ্ববর্তী হন্ডুরাসেও অনুভূত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, পূর্বাঞ্চলীয় পুর্য়েতো মোরাজেন থেকে ১৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

শক্তিশালী ওই ভূমিকম্পের ৩ মিনিট ব্যবধানে ৫.১ মাত্রার আরেকটি আফটার শক অনুভূত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সোমোতিল্লো থেকে ২৪.৫ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তি।