আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিখিলকে বিয়ের পাঁচ মাসের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরাত!

নিখিলকে বিয়ের পাঁচ মাসের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন নুসরাত!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২১ , ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


এদিকে, মা হতে যাচ্ছেন ‍নুসরাত জাহান- চাউর হয়েছে এমনটাই। করছেনও প্রেমও। অন্যদিকে অনাগত সন্তানের বিষয়ে জানেন না বলে জানিয়েছেন স্বামী নিখিল জৈন। আর এতে করে নেটিজেনদের একাংশ একহাত নিচ্ছেন নুসরাতকে। যদি নতুন সম্পর্কে জড়ান এ নায়িকা তাহলে নিখিলকে কেন তালাক দিচ্ছে না তিনি- প্রশ্ন রেখেছেন তারা। এদিকে নিখিলের সঙ্গে তার সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন নুসরাত। তুরস্কে বিয়ে হয়েছিল তাদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। এছাড়াও হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। এ কারণে মূলত নিখিলের সঙ্গে তার আইনত বিয়েই হয়নি।

আজ (৯ জুন) একটি বিবৃতিতে এ কথা দাবি করেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এতে তিনি উল্লেখ করেন, ‘নিখিলের সঙ্গে আমি একসঙ্গে থেকেছি, বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না’। এদিকে, নিখিল জানিয়েছেন নুসরাতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি। নিখিলের ভাষ্য, ‘যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি।’