আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নিজ কন্যাসহ ১৬০ বার শিশু ধর্ষণকারী ইতালিয়ান নাগরিক ফ্রান্সে গ্রেফতার

নিজ কন্যাসহ ১৬০ বার শিশু ধর্ষণকারী ইতালিয়ান নাগরিক ফ্রান্সে গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২০ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : নিজের কন্যাসহ শিশু বয়সী অনেক মেয়ের সঙ্গে ১৬০ বারের বেশি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক ইতালিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) জার্মান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ফ্রান্সের ত্রাসবুর্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর অনুযায়ী, জার্মানিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানার আওতায় দক্ষিণ ত্রাসবুর্গের রুমেরহেইম লে-হাউতের বান্ধবীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পার্শ্ববর্তী কোলমার জেলখানায় পাঠানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, ২০০০ সাল থেকে ১৪ বছরের বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। এই সময়ে আরও অনেক মেয়ে শিশুর সঙ্গে এসব করেছেন ওই ইতালিয়ান নাগরিক। তার বিরুদ্ধে শিশুদের ধর্ষণ সংক্রান্ত ১২২টি তদন্ত চলছে। বিভিন্ন পারিবারিক গণ্ডির মধ্যে তিনি এসব ঘটনা ঘটান।