আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিজ বাড়িতে অভিনেত্রীর আত্মহত্যা

নিজ বাড়িতে অভিনেত্রীর আত্মহত্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২১ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :    নিজ বাড়িতে আত্মহত্যা করলেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া। সোমবার দুপুরে বেঙ্গালুরুর নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, এ অভিনেত্রী বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর কন্নড় ফ্লিম পাড়ায় শোকের ছাড়া নেমে এসেছে।

গত বছর ফেসবুকে এক পোস্টের কারণে শিরোনাম হয়েছিলেন জয়শ্রী রামাইয়া। ২০২০ সালের ২২ জুলাই সেই পোস্টে জয়শ্রী বিষণ্ণতার কথা প্রকাশ করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন জয়শ্রী এবং লেখেন, ‘আমি ঠিক আছি ও নিরাপদে আছি! তোমাদের ভালোবাসি।’

‘বিগ বস কন্নড়’ শোর তৃতীয় মৌসুমের প্রতিযোগী ছিলেন জয়শ্রী রামাইয়া। ২০১৭ সালে ‘উপ্পু হুলি খারা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন তিনি।