আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নিজের পোস্টার অপসারণ করলেন মেয়র কাদের মির্জা

নিজের পোস্টার অপসারণ করলেন মেয়র কাদের মির্জা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


নোয়াখালী প্রতিনিধি : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বসুরহাট বাজারের বিভিন্ন স্থান থেকে নিজের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন তিনি।
একই সঙ্গে মেয়র আবদুল কাদের মির্জা পৌরসভার স্ব-স্ব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নির্বাচনি প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, নুরনবী সবুজ ও মাজহারুল হক তৌহিদ উপস্থিত ছিলেন।
এরআগে, গত ১৬ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে বসুরহাট পৌর নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আলোচিত প্রার্থী আবদুল কাদের মির্জা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই হলেও দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনা করে নির্বাচনের পুরোটা সময় মাঠ গরম রেখেছিলেন তিনি।