আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘নিজের বউ সামলাতে পারেনা আবার এসেছে অন্যকে জ্ঞান দিতে!’

‘নিজের বউ সামলাতে পারেনা আবার এসেছে অন্যকে জ্ঞান দিতে!’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ৮:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউডে বেপরোয়া যেকজন অভিনয়শিল্পী রয়েছেন তাঁর মধ্যে অন্যতম কঙ্গনা রনাউত। কাউকে কিছু বলতে কখনই দ্বিতীয়বার ভাবেননা। সুশান্তের মৃত্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রতিনয়তই নানারকম মন্তব্য ছুঁড়ছেন আর সব প্রভাবশালীদের নিয়ে নানারকম তীর্যক মন্তব্য করছেন। তাকে সতর্ক করেই বন্ধুসুলভ বার্তা পাঠিয়েছিলেন বলিউড নির্মাতা অনুরাগ ক্যাশপ। সেজন্য ‘বোম্বে ভেলভেট’ খ্যাত এই পরিচালককে এবার অপমানের গোলা ছুড়ে দিল কঙ্গনার টিম।

অনুরাগের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ ছিল না কঙ্গনা রনাউতের। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুই যেন সব চেনা গল্প পাল্টে দিল। সম্প্রতি বলিউডের স্বজনপোষণ নিয়ে বেশ সরব ‘কুইন’। শাহরুখ-সালমান-করণ থেকে তাপসী পান্নু-মহেশ ভাট, তার রোষানল থেকে বাদ পড়ছেন না কেউই।

বাকি ছিলেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক চ্যানেলের সাক্ষাৎকারে তাকেও ‘মিনি মহেশ ভাট’ তকমা দিলেন কঙ্গনা। কী কারণে ‘বন্ধু’ হয়ে গেলেন ‘শত্রু’? কঙ্গনার টিমের দাবি, এর আগে নাকি একগুচ্ছে টুইটে পরিচালক অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, কঙ্গনাকে উসকাচ্ছেন কিছু সুযোগসন্ধানী মানুষ। আসলে কঙ্গনা একদম একা। বলিউডে তার কোনো শুভাকাঙ্ক্ষী নেই। কিছু লোক কঙ্গনাকে মাঠে নামিয়ে মজা দেখছেন। বাস্তবে এর ফলে অভিনেত্রীরই ক্ষতি করছেন।

কেন তিনি এ কথা বললেন, তাই নিয়ে শুরু হলো বাগযুদ্ধ। অভিনেত্রীর টিম বাঁকা কথা ছোড়ে পরিচালকের উদ্দেশ্যে বলেন, ‘একটা বউ সামলাতে পারেনি যে লোক সে এসেছে অন্যকে জ্ঞান দিতে!’

সোশ্যাল মিডিয়ায় এভাবে ট্রলের শিকার হয়ে অবশ্য ছেড়ে কথা বলেননি অনুরাগও। একদম স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেটে কেটে জবাব দিয়েছেন, ‘নারীকে সামলাতে হয় না! নারী নিজেকে নিজেই সামলে নেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, যারা আমাকে এত কথা শোনাচ্ছেন তাদের এবং তাদের পুরো পরিবার সামলানোর ক্ষমতা রাখেন একজন নারী।’

এরপর অনুরাগ মুখ খোলেন নিজের অতীত জীবন নিয়ে। প্রাক্তন স্ত্রী কালকির চলে যাওয়ার ঘটনা নিজের মুখেই স্বীকার করে বলেন, ‘উনি তো আমার কেনা দাসী ছিলেন না যে ধরে বেঁধে রাখবো। মতে মেলেনি। কালকি তাই চলে গেছে। কিন্তু আপনাদের স্বামী/বউ বাড়িতে আছেন তো?’