আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নিপুণ-জায়েদকে আদালতের আদেশ কঠোরভাবে মানার নির্দেশ

নিপুণ-জায়েদকে আদালতের আদেশ কঠোরভাবে মানার নির্দেশ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২২ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় অভিনেত্রী নিপুণ আক্তার ও চিত্রনায়ক জায়েদ খানকে তাদের পদের বিষয়ে দেওয়া স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিপুণের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ শুনানি নিয়ে সোমবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আদেশ দেন। এর আগে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন জায়েদ খান। তার শুনানির জন্য রোববার (১৩ মার্চ) দিন ধার্য করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় সেটি আজ আপিল বিভাগে শুনানির জন্য আসে।