আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// নির্বাচনে সবার জন্য অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের

নির্বাচনে সবার জন্য অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২২ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দল অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন বলে আশা প্রকাশ করে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে সবার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব কমিশনের। সোমবার দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, সাংবিধানিক শপথ অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা থাকবে। সততা-নিষ্ঠার সঙ্গে নির্বাচন বিষয়ে দায়িত্ব পালন করবো। কতটা সৎ থাকব বা দায়িত্ব পালন করব, সেটি পরে মূল্যায়ন করতে পারবেন।

জাতীয় নির্বাচন বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আগ্রহ থাকে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। নির্বাচনে অনেক কর্মী-সমর্থক জড়িত থাকে, সেখানে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন আয়োজনের ব্যাপারে নবনিযুক্ত সিইসি বলেন, আমরা খুব অভিজ্ঞ নই একেবারেই নতুন। তবে গণমাধ্যম মারফতে নির্বাচনের খবর দেখেছি। ঘরে বসে পর্যবেক্ষণ করেছি। কিছুটা অস্বচ্ছ ধারণা আছে।

এর আগে সকাল পৌনে ৯টায় কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন।