আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নির্বাচনে হেরে গেলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

নির্বাচনে হেরে গেলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ন্যাটো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক। এর নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই এই সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে ফিনল্যান্ড। এরইমধ্যে এর মঞ্চ প্রস্তুত তৈরি হয়ে গেছে। সবশেষ সদস্য তুরস্ক হিসেবে ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হিসেবে মেনে নিতে সম্মতি দিয়েছে।
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার এই মঞ্চ তৈরির কারিগর দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন। কিন্তু চূড়ান্ত সময়ে এসে নিজের গদি আর টিকিয়ে রাখতে পারলেন না তিনি। এতদিন সোশ্যাল ডেমোক্র্যাটরা ফিনল্যান্ডের শাসক দল ছিল। মাত্র ৩৪ বছরে প্রধানমন্ত্রী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সান্না মারিন। কিন্তু দ্বিতীয়বার গদিতে ফেরা হল না তার। শাসক দলের প্রধানমন্ত্রী অবশ্য পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। তিনি হার মেনে নিচ্ছেন। ৩০ সদস্যের ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ফিনল্যান্ড। বস্তুত, ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্র: সিএনএন, এপি