আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নির্বাহী কমিটির কেউ জাতীয় দলের কোচ হতে পারবেন না

নির্বাহী কমিটির কেউ জাতীয় দলের কোচ হতে পারবেন না


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : একই ব্যক্তি একটি ক্রীড়া ফেডারেশনের বিভিন্ন পদে কাজ করে থাকেন। একাধারে ফেডারেশন কর্মকর্তা, কোচ আবার জাজের ভূমিকায়ও দেখা যায় তাদেরকে। বাংলাদেশের অনেক ক্রীড়া ফেডারেশনেই এমন উদাহরণ রয়েছে। এতে স্বার্থের সংঘাতের সৃষ্টি হয়। ফলে প্রতিযোগিতায় ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিতর্ক ও প্রশ্নের জন্ম হয়। বিশেষ করে জাতীয় অ্যাথলেটিকসে অনেক সময় জাজদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এবার সেই বিতর্কের উর্ধ্বে ওঠার চেষ্টা করছে। অ্যাথলেটিকস ফেডারেশন সমপ্রতি সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটির কেউ জাতীয় দলের প্রশিক্ষক হতে পারবেন না।
এর পাশাপাশি কোনো দল বা সংস্থার কোনো প্রশিক্ষক অ্যাথলেটিক্স ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতায় জাজ বা বিচারকের ভূমিকায় থাকতে পারবেন না। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘অ্যাথলেটিকসকে আরো নিরপেক্ষ ও স্বচ্ছ করার জন্য সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ অ্যাথলেটিকস ছাড়াও হ্যান্ডবল, কাবাডি, কারাতেসহ অনেক ফেডারেশনেই কোচ, কর্মকর্তা, রেফারির দায়িত্বে দেখা যায় একই ব্যক্তিকে। অ্যাথলেটিকস সংশ্লিষ্ট অনেকেই ফেডারেশনের কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর ও কতদিন বজায় রাখতে পারে অ্যাথলেটিক্স ফেডারেশন তা সময়ই বলে দেবে। অন্য ফেডারেশনগুলো অ্যাথলেটিকসের অনুসরণ করে কিনা সেটাও দেখার বিষয়।