আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস নিলামে উঠছে ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা চেয়ার

নিলামে উঠছে ম্যাক্সওয়েলের ছক্কায় ভাঙা চেয়ার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : নিলামে ক্রিকেটীয় সরঞ্জামের কত কিছুই উঠে। স্মারক হিসেবে ব্যাট, বলসহ চড়া মূল্য দিয়ে ভক্তরা নিজেদের সংগ্রহে রাখতে চেষ্টা করেন। অদ্ভুত হলেও সত্যি, এবার নিলামে উঠতে যাচ্ছে একটি ভাঙা চেয়ার! অজই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ভেঙে যাওয়া চেয়ারটি ফেলে দেওয়ার বদলে তোলা হবে নিলামে। বিষয়টি জানিয়েছেন ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের প্রধান নির্বাহী শেন হারমন।
গত বুধবার ওয়েলিংটনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ৩১ বলে ৭০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। ইনিংসে ৫ ছক্কার একটি ফাঁকা গ্যালারিতে চেয়ারে পড়লে তা ভেঙে যায়।
পরে টুইটারে ভাঙা চেয়ারটির ছবি দিয়ে হারমন জানান, ট্রেড মি নামের একটি প্ল্যাটফর্মে নিলামের জন্য তোলা হবে এটি। যার থেকে পাওয়া অর্থ দান করা হবে ওয়েলিংটন হোমলেস উইমেন্স ট্রাস্টে। প্লাস্টিকের চেয়ারটিতে ইতোমধ্যে ম্যাক্সওয়েল স্বাক্ষরও করেছেন।