আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৪, ২০২২ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :    ২০১৭ সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া নিষিদ্ধ ঘোষিত একটি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়। জাপানের কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ১ হাজার ১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ অতিক্রম করে। এক ঘণ্টার বেশি সময় ধরে উড়ার পর এটি জাপানের জলসীমায় পতিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আইসিবিএম বেশ ভালোভাবেই কয়েক হাজার মাইল পাড়ি দিতে সক্ষম এবং এটি আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের আইসিবিএম সিস্টেম যাচাই করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে পিয়ংইয়ং অনেক সময় স্যাটেলাইট টেস্ট বলে চালিয়ে আসছে।

জাপানের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার চালানো ক্ষেপণাস্ত্রটি নতুন বলে তাদের কাছে মনে হয়েছে। তারা বলছেন, পাঁচ বছর আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালিয়েছিল, সেটির চেয়েও এটি বেশি শক্তিশালী, যা ৬ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে সক্ষম। কয়েক বছর পর উত্তর কোরিয়া যে আইসিবিএম- এর পরীক্ষা চালাতে পারে, সে বিষয়ে আগেই সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।