আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়লো বিআরটিসির বাস

নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়লো বিআরটিসির বাস


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


imagesরাজশাহী: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের হোটেলে ঢুকে পড়লো একটি বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-২১৮৬)। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাসটিতে থাকা ৪৫ থেকে ৫০ জন যাত্রী।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী মামুন জানান, বাসটি বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। পথে রাজশাহীর পুঠিয়া এলাকায় বাসটি ধীরগতিতে চলতে থাকে। সুপারভাইজার জানান, যান্ত্রিক ক্রটির কারণে বাসটি ধীরে চলছে। রাজশাহী বাস ডিপোতে যান্ত্রিক ত্রুটি সারানো হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বালিবাহী ট্রাক থেমে ছিলো। সেটিকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে যায়। এতে হোটেলটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।