আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন নীরবতা ভাঙলেন শিল্পা শেঠি

নীরবতা ভাঙলেন শিল্পা শেঠি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২১ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  পর্নছবি তৈরির অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের চারদিন পর নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার রাতে তিনি লিখেছেন, ‘যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে তাকাই। আমরা হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনও রোগ হবে বা কোনও প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গিয়েছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই।’

এই বাক্যগুলো আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা , এর মাধ্যমে বর্তমানে নিজের অবস্থান যেন স্পষ্ট করেছেন শিল্পা শেঠি। বুঝিয়ে দিলেন, যা ঘটে গিয়েছে বা যা ঘটতে চলেছে, তা নিয়ে ভেবে ভেঙে পড়তে রাজি নন তিনি। এই মুহূর্তে বেঁচে থাকাটাই যেন তাঁর কাছে আশীর্বাদস্বরূপ।

এটি আরও স্পষ্ট হয়ে ওঠেছে শিল্পার স্টোরির শেষ ভাগে। সেখানে তিনি লিখেছেন, ‘একটা দীর্ঘশ্বাস নিই। আমি ভাগ্যবান, আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভবিষ্যতেও হব। কিন্তু এই মুহূর্তে আমি যে ভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।’